হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে ২০কেজি ওজনের পদ্মা নদীর একটি পাঙ্গাশ মাছ বাইশ হাজার টাকায় বিক্রি করেছে এক মাছ ব্যাবসায়ী। রবিবার (০১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদর মাছ বাজারে রিপন মন্ডলের (৩৯) ডালায় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী রিপন জানায়, মাছটি এক জেলে পদ্মা নদী থেকে ধরে এনে চরভদ্রাসন সদর মাছ বাজারে নিয়ে আসেন। পরে মো. রফিক নামের এক ব্যক্তির ডালা থেকে বিশ হাজার টাকা দামে অকশনে মাছটি কিনে নেন রিপন। ওইদিন দুপুরে চারজন ক্রেতার নিকট সাড়ে পাঁচ হাজার টাকা ভাগা করে বাইশ হাজার টাকায় পাঙ্গাস মাছটি বিক্রি করেছেন তিনি।
নদীতে জেলের জালে বড় বড় মাছ ধরা পরার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, এই মৌসুমে মাঝে মধ্যেই নদীতে জেলের জালে বড় সাইজের মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় গত কয়েক সপ্তাহে পদ্মা নদীতে অভিযান চালিয়ে চায়না দোয়ারী ও কারেন্ট জালের পাশাপাশি নিষিদ্ধ কয়েক হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নদীতে মৎস্য দপ্তরের অভিযান বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। মৎস্যজীবিরা নিষিদ্ধ জাল ব্যবহার না করে সতর্কতার সাথে মাছ শিকার করলে ভবিষ্যতে আরও বড় বড় মাছের দেখা মিলবে বলে মনে করেন তিনি।