শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ৩১ মে, ২০২৫, ০৫:৩২ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ঘুরতে বের হয়ে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে রবিউল ইসলাম (২৪) ও সাগর শেখ (২৩) নামে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বালুবাহী ট্রাকের চাপায় মারা গেছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে এলাকা সূত্রে জানা গেছে। 
 
শনিবার (৩১ মে) বিকেলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান  এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
এর আগে শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
নিহত রবিউল ইসলাম মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের বক্কার শেখের ছেলে ও সাগর শেখ একই গ্রামের ইসলাম শেখের ছেলে। নিহতদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। 
 
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে দুই বন্ধু রবিউল ইসলাম (২৪) ও সাগর শেখ (২৩) এক সাথে চলাফেরা। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। বৃহস্পতিবার বিকেলে দুইজন মধুখালী থেকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। তারা কাদিরদী কলেজের সামনে থেকে একটি ইজিবাইকে ওভারটেক করতে গিয়ে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়ে। 

এ সময় ফরিদপুর থেকে বোয়ালমারীগামী বালুবোঝাইকৃত ট্রাকের চাপায় (চুয়াডাঙ্গা-ট-১১-০৫৮৫) দুই বন্ধু মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। 
 
এ ঘ্টনায় অপর আরোহী মো. সাগর শেখকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ওইদিন ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়। নিহতদের লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। 
 
বিষয়টি নিশ্চিত করে কামালদিয়া ইউপি চেয়ারম্যান মো. ওয়ালিদ হাসান মামুন জানান, মোটরসাইকেলে করে তারা বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন পথিমধ্যে ট্রাক চাপায় আহত হয়ে রবিউল হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। একই দূর্ঘটনায় সাগর শেখ জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। তারা দুইজনেই আমার ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের বাসিন্দ। 
 
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ট্রাক চাপায় এক যুবক ঘটনাস্থলে নিহত হয়। আহত আরেকজন চিকিৎসাধী অবস্থায় ঢাকায় মারা গেছেন বলে জানতে পেরেছি। ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়