চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড় ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সাপের কামড় ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল এলাকায় সাপের কামড়ে রিফাত (৮) ও মঙ্গলবার সকালে একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা এলাকায় জুনায়েদ (৪) মার যায়। মারা যাওয়া রিফাত উকিল উদ্দিনের ছেলে ও শিশু জুনায়েদ বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের রনির ছেলে।
রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, রাতে মায়ের পাশেই ঘুমিয়ে ছিলেন শিশু রিফাত। এ সময় বিষাক্ত সাপের কামড় দিলে শিশুটি কান্নাকাটি করে। এরপরেই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম জানান, বাড়ির পাশে একটি পুকুরের পাশে খেলতে গিয়ে ডুবে যায় শিশু জুনায়েদ। তার পরিবারের লোকজন সেখানে মরদেহটি ভাসমাতে দেখে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন।