শিরোনাম
◈ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পুলিশের ১৯ পরামর্শ ◈ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশি অ্যাসাইলাম প্রত্যাশীদের জন্য দুসংবাদ ◈ মেজর সিনহাকে পূর্ব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে : অ্যাটর্নি জেনারেল (ভিডিও) ◈ বৈদেশিক ঋণ পরিশোধে দ্বিগুণ গতি, সুদ ও আসল উভয়ই বেড়েছে ◈ বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলনাহীন: সেনাপ্রধান ◈ সন্দেহজনক লেনদেনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নাম? যা বললেন বিএফআইইউ প্রধান (ভিডিও) ◈ ২০২৪ সালে প্রবাসী শ্রমিকদের মৃত্যুর রেকর্ড ◈ ছয় জেলায় বন্যার শঙ্কা, নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা ◈ মেয়রের পদ বুঝিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের (ভিডিও) ◈ পদত্যাগ নিয়ে মুখ খুললেন ড. ইউনূস, বিদেশে পাচার ২৩৪ বিলিয়ন ডলার উদ্ধারের পরিকল্পনার কথা জানালেন

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক দম্পতির যাবজ্জীবন

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় স্ত্রী উপস্থিত থাকলেও তার স্বামী পলাতক ছিলেন। দণ্ডিতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি-মধ্যচর পাড়ার ইসকান্দার আলীর ছেলে আব্দুস সামাদ (৩৮) ও তারই স্ত্রী মরজিনা খাতুন (২৮)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২২ সালের ১৪ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি-মধ্যচর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানেকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২ কেজি ৭৫০ গ্রাম হেরোইনসহ মরজিনা খাতুনকে আটক করে র‌্যাব সদস্যরা। এ সময় তার স্বামী আব্দুস সামাদ পালিয়ে যায়। ঘটনার পরদিন র‌্যাবের এসআই মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই মো. তরিকুল ইসলাম তদন্ত শেষে ওই দম্পতিকে অভিযুক্ত করে ২০২৩ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়