কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে এ তথ্য দেন। তিনি বলেন, আটক সবাই বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন। তাদের ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধরে কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি দিয়ে ঠেলে পাঠায় বিএসএফ।
ওসি আরও বলেন, এ ১৯ জন নারী, পুরুষ ও শিশু কুড়িগ্রাম জেলার তিনটি পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারগুলো প্রায় ১৫ বছর ধরে ভারতে ছিল। ফেরত আসা ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।