শিরোনাম
◈ ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক-ইউটিউব থেকে ডলারও কামিয়েছো: নুর ◈ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মহা কাপুরুষ: ভেনেজুয়েলা প্রেসিডেন্ট  ◈ প্রিমিয়ার লিগ চ‌্যা‌ম্পিয়ন হওয়ায় মোহামেডানকে অভিনন্দন জানিয়ে ফিফা সভাপতির চিঠি ◈ ‌বি‌সি‌বিতে সভাপ‌তি হ‌য়ে আস‌ছেন  আ‌মিনুল ইসলাম বুলবুল! ◈ বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে: সেনাপ্রধান ◈ বাংলাদেশ-ভারত বাণিজ্য: টানাপড়েনের মধ্যেও বহমান আন্তঃনির্ভরতা ◈ পলাতক আ.লীগের নেতাদের জমি বিক্রির হিড়িক: টাকা পাচার হচ্ছে দুবাই, কানাডা, ইউরোপে! ◈ সরকারের নতুন আয়কর প্রস্তাব: নতুনদের জন্য ছাড়, উচ্চ আয়ের জন্য কর হার বাড়ছে ◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কাউছার মিয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে আরজু ভূইয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীরা ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। অভিযুক্ত কাউসার মিয়া মালিতা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।এ ঘটনায় রবিবার রাতেই ভুক্তভোগী বিউটি বেগম বাদী হয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউছার মিয়াকে প্রধান আসামী করে এজাহারভুক্ত ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২নং আসামী আব্দুল গণি মিয়াকে গ্রেপ্তার করে।

সরেজমিনে পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার মিয়ার সাথে মালিতা গ্রামের আরজু ভূইয়ার মেয়ে বিউটির জমি নিয়ে বিরোধ ছিল। দুপুরে জমির বায়না বাবদ পাওনা টাকা চাইতে গেলে কাউছার মিয়া ২০ থেকে ২৫ জনের একটি বাহিনী নিয়ে বিউটি বেগমের বাড়ি ঘরে হামলা চালায়। এসময় হামলাকারীরা ৫টি রুমের টিভি, ফ্রিজ, আলমারি ভাঙচুর করে। পরে ঘরে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা ও ৬ ভড়ি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত বিউটি বেগম বলেন, গত দুই মাস পূর্বে তালতলী গ্রামের গণি মিয়ার কাছে সাড়ে তিন শতাংশ জমির কিনার বায়না করেন। পরে ওই জমি কাউছার মিয়া কিনার জন্য গণি মিয়াকে চাপ প্রয়োগ করে। এক পার্যায় বায়নার টাকাসহ অতিরিক্ত টাকা দিয়ে সেই জমি নিজের করে নেয়। এদিকে বায়নার টাকা ফেরত চাইলে কাউছার মিয়া বিভিন্ন সময় হুমকি দিত। সকালে আবারো টাকা চাইতে গেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে এই হামলা চালায়। এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে পড়ে কথা বলবেন বলে জানান।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, হামলা ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে রাতেই গণি
মিয়া নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়