শিরোনাম
◈ ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনে অনড় কর্মীরা, বন্ধ নগর ভবন (ভিডিও) ◈ ২০ নেতার সঙ্গে দুই দফায় সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ◈ কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ ◈ মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেনের রিট ◈ ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে: আলী রীয়াজ ◈ রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে, মার্কিন বাজারে প্রবেশে বাংলাদেশের জন্য কঠিন সময়: জাতিসংঘের সতর্কবার্তা ◈ চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি: কার্যত অচল আগারগাঁওয়ের রাজস্ব ভবন ◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে!

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ২৫ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে শত্রুতার জের পোল্ট্রি ফার্মে ঢুকে মুরগির বাচ্চা হত্যা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে পোল্ট্রি ফার্মে ঢুকে আরারো ২৬ দিন বয়সের ১হাজার ২০০ সোনালী জাতের মুরগির বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়া পান্না পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার ৬মে একই কায়দায় ১৫দিন রয়সের ১ হাজার মুরগির বাচ্চা মেরে ফেলা হয়।

ক্ষতিগ্রস্ত পান্না পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারি হারুনুর রশিদ জানায়, আদমদীঘির নসরতপুর কলেজপাড়া তার বাড়ির পাশে আমার পান্না পোল্ট্রি নামক একটি মুরগির ফার্ম রয়েছে। ওই ফার্মে দীর্ঘদিন ধরেই সোনালীসহ বিভিন্ন জাতের মুরগী বাচ্চা কিনে নিয়ে লালন-পালন করে বাজারজাত করে আসছিলাম। শত্রæতা করে গত বৃহস্পতিবার রাতে আমার পোল্ট্রি র্ফারের নেট কেটে ভিতরে ঢুকে পদদলিত করে সোনালী জাতের ২৬ দিন বয়সের ১ হাজার ২০০ মুরগির বাচ্চা মেরে ফেলা হয়। এর ১৭ দিন আগে গত ৬ মে দিবাগত রাতে একই কায়দায় ওই ফার্মে ১৫দিন রয়সের ১হাজার মুরগির বাচ্চা মার হয়েছিল। এই দুই বারের ঘটনায় ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে তিনি দাবী করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে হারনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারি বাদি হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ তদন্তকরে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। পূর্বের ঘটনায় বগুড়া আদালতে মামলা রয়েছে। সেই মামলা পিবিআইএ তদন্তাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়