শামীম মীর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসত ঘরসহ দুটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ মে) দিবাগত রাত এগারোটার দিকে জেলার গৌরনদী উপজেলার উত্তর নাঠৈ গ্রামে।
গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আমাদের সময়.কম কে জানিয়েছেন, ওই গ্রামের জনৈক জাকির হোসেনের বসত ঘর ও রান্নাঘরে ভয়াবহন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
ততক্ষনে জাকির হোসেনের বসত ঘর ও পাশ্ববর্তী রান্নাঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।