শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগ না করার অনুরোধ ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে আর সহযোগিতা নয়: হুঁশিয়ারি বিএনপির ◈ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত ◈ ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটা-তাজা করতে ব্যস্ত সময় পাড় করছেন মালিকরা ◈ চীনের ১৫০ ব্যবসায়ীর ঢাকা সফর: বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা ◈ উত্তরা থেকে সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা  গ্রেপ্তার  ◈ সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই রাহাত গ্রেপ্তার ◈ ইনজু‌রি‌তে সৌম্য, পাকিস্তান সফ‌রে বদলি ‌মে‌হেদী হাসান মিরাজ ◈ পা‌কিস্তান সুপার লিগ খেল‌তে রা‌তে মা‌ঠে নাম‌ছেন সা‌কিব, মিরাজ ও রিশাদ

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও ৪৩ জনকে তিন সীমান্ত দিয়ে পুশইন করল ভারত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও বাংলাদেশি নাগরিকদের পুশইন করেছে। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনী ও পঞ্চগড় জেলার পৃথক তিনটি সীমান্ত দিয়ে মোট ৪৩ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার যশপুর ও খেজুরিয়া বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অপরদিকে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করা হয়। এর মধ্যে ২ জন পুরুষ, ৬ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।

ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকদের সীমান্ত অতিক্রম করিয়ে দেয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর পিলারের ১০ নম্বর সাব-পিলারের কাছে আড়াই কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঢুকে এসব মানুষকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট এলাকায় অবৈধভাবে বসবাস ও শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত ২১ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতায় পাঠায় এবং সেখান থেকে বাসে করে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে এনে বিজিবিকে না জানিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। এ ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বলেন, বিএসএফের উচিত ছিল বিজিবিকে জানিয়ে ও যথাযথ আইনি প্রক্রিয়ায় এসব মানুষকে হস্তান্তর করা। বিজিবি অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, এর আগে ১৭ মে বোদা উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১১ জন বাংলাদেশিকে পুশইন করেছিল বিএসএফ। সেসময়ও বিজিবি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়