শিরোনাম
◈ চীনের ১৫০ ব্যবসায়ীর ঢাকা সফর: বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা ◈ উত্তরা থেকে সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা  গ্রেপ্তার  ◈ সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই রাহাত গ্রেপ্তার ◈ ইনজু‌রি‌তে সৌম্য, পাকিস্তান সফ‌রে বদলি ‌মে‌হেদী হাসান মিরাজ ◈ পা‌কিস্তান সুপার লিগ খেল‌তে রা‌তে মা‌ঠে নাম‌ছেন সা‌কিব, মিরাজ ও রিশাদ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল ◈ আওয়ামীলীগের নিষেধাজ্ঞা ন্যায়বিচারের দিকে একটি পদক্ষেপ  ◈ ক্রিকেটার‌দের ম‌ধ্যে দায়বদ্ধতার অভাব, টি-টোয়েন্টিতে উন্নতি দেখছেই না বাংলাদেশ ◈ মমতাজের বাড়ি থেকে ৯০০ কোটি টাকা উদ্ধারের বিষয়ে যা জানা গেল ◈ ‘মব’ ঠেকিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দর দিয়ে মাছ রফতানি স্বাভাবিক

আইরিন হক,বেনাপোল(যশোর):  আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রফতানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।

বুধবার(২১ মে) সন্ধ্যা ৬ টা পর্যন্ত  ৫ ট্রাক মাছ ভারতে রফতানি ও ভারত থেকে ১৫ ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হয়েছে।

বেনাপোল মৎস অফিসের ইনেসপেক্টর আসওয়াদুল আলম জানান, তারা পত্র,পত্রিকায় দেখছেন আখাড়া দিয়ে ভারতে মাছ রফতানি হচ্ছেনা। তবে বেনাপোল বন্দর দিয়ে মাছ রফতানি ও আমদানি স্বাভাবিক রয়েছে। ২১ মে দিনভর ৫ ট্রাক সামদ্রিক মাছ ভারতে রফতানি ও ভারত থেকে  আনুমানিক ১৫ ট্রাকের মত  মাছ আমদানি হয়েছে।

বেনাপোল আমদানি রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান,দেশের ১৪ টি বন্দরের মধ্যে মাত্র বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাছ রফতানির অনুমতি রয়েছে। তবে আজ আখাউড়া বন্দর দিয়ে মাছ রফতানি না হলেও বেনাপোল বন্দর দিয়ে মাছ রফতানি স্বাভাবিক আছে। কিন্তু  ভারত সরকার সাম্প্রতি বাংলাদেশ থেকে তৈরী পোশাকসহ স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল  স্থলবন্দর দিয়ে ভারতমুখী রফতানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এতে বৈদেশিক মুদ্রা আয় কমেছে।

বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে  রফতানি পণ্যের মধ্যে রয়েছে,কাচা পাট ও পাটজাত পণ্য, মাছ, রড, সিমেন্ট, ভোজ্য তেল, প্রক্রিয়াজাত খাবার,কেমিকেল,মেহেগনি ফল ও শুঁটকি ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়