আইরিন হক,বেনাপোল(যশোর): আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রফতানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।
বুধবার(২১ মে) সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৫ ট্রাক মাছ ভারতে রফতানি ও ভারত থেকে ১৫ ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হয়েছে।
বেনাপোল মৎস অফিসের ইনেসপেক্টর আসওয়াদুল আলম জানান, তারা পত্র,পত্রিকায় দেখছেন আখাড়া দিয়ে ভারতে মাছ রফতানি হচ্ছেনা। তবে বেনাপোল বন্দর দিয়ে মাছ রফতানি ও আমদানি স্বাভাবিক রয়েছে। ২১ মে দিনভর ৫ ট্রাক সামদ্রিক মাছ ভারতে রফতানি ও ভারত থেকে আনুমানিক ১৫ ট্রাকের মত মাছ আমদানি হয়েছে।
বেনাপোল আমদানি রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান,দেশের ১৪ টি বন্দরের মধ্যে মাত্র বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাছ রফতানির অনুমতি রয়েছে। তবে আজ আখাউড়া বন্দর দিয়ে মাছ রফতানি না হলেও বেনাপোল বন্দর দিয়ে মাছ রফতানি স্বাভাবিক আছে। কিন্তু ভারত সরকার সাম্প্রতি বাংলাদেশ থেকে তৈরী পোশাকসহ স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতমুখী রফতানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এতে বৈদেশিক মুদ্রা আয় কমেছে।
বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে রফতানি পণ্যের মধ্যে রয়েছে,কাচা পাট ও পাটজাত পণ্য, মাছ, রড, সিমেন্ট, ভোজ্য তেল, প্রক্রিয়াজাত খাবার,কেমিকেল,মেহেগনি ফল ও শুঁটকি ইত্যাদি।