শিরোনাম
◈ পানি নিয়ে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি ◈ এবার শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করলো ছাত্রদল, তীব্র যানজট ◈ উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করলেন রিজভী (ভিডিও) ◈ ‘রায়ের পরও ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে’ ◈ আদর্শগত বিভাজনে বিভক্ত এনসিপি, কমছে জনসমর্থন! ◈ ডিজিএফআই'র সাবেক মহাপরিচালকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ◈ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও নিবন্ধন বাতিল ‘গণতন্ত্রের জন্য হুমকি’—হিউম্যান রাইটস ওয়াচ ◈ লঘুচাপের আভাস সাগরে, রূপ নিতে ঘূর্ণিঝড়ে ◈ পুশ ইন প্রসঙ্গে দিল্লিকে চারবার চিঠি, শেষ চিঠিতে যা বলেছে ভারত ◈ উচ্চ আাদালতের রায়ে জনগনের বিজয় হয়েছে, জনগনের স্বস্তির জন্য তারা রাস্তা থেকে সরে যাবেন : মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

সৈকত শতদল, (রাজবাড়ী) প্রতি‌নি‌ধি : রাজবাড়ীর পাংশায় ওভার‌টেকিং কর‌তে গি‌য়ে ট্রাক চাপায় মোটরসাই‌কে‌লের দুই আ‌রোহী নিহত হ‌য়ে‌ছে। বুধবার (২১ মে) বিকা‌লে রাজবাড়ী-কু‌ষ্টিয়া অঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার মাছপাড়া ইউ‌নিয়‌নের পাগলার মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, কু‌ষ্টিয়ার খোকশা উপজেলার কমলাপুর এলাকার মৃত হাবু শেখ এর ছেলে কোরবান শেখ (৫৫)।  এবং একই উপজেলার জানিপুর এলাকার মৃত ফণীভূষণ রায় এর ছেলে অশোক কুমার রায় (৬৫)।  

পাংশা হাইও‌য়ে থানার সার‌জেন্ট মোঃ সবুজ মিয়া ব‌লেন, পাংশা শিকদার জুয়েলার্স স্বর্ণের দোকান থেকে হালখাতা করে পাংশা থে‌কে মোরসাই‌কে‌ল যোগে খোকসা যা‌চ্ছি‌লো দুজন। প‌থে মাছপাড়া ইউনিয়নের পাগলের মোড় এলাকায় পৌছালে সাম‌নে থাকা এক‌টি ট্রাককে ওভার‌টে‌কিং কর‌তে গি‌য়ে চাপা প‌ড়ে। প‌রে স্থানীয়রা তা‌দের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা তা‌দের মৃত ঘোষণা ক‌রে।

মোঃ সবুজ মিয়া আরও ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার পরপরই ট্রাক নি‌য়ে চালক পা‌লি‌য়ে যায়। তা‌দের আট‌কের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।

এ‌দি‌কে দুপুর সা‌ড়ে বা‌রোটার‌ দি‌কে উপজেলার হাবাসপুর ইউ‌নিয়‌নে মোটরসাই‌কে‌লের ধাক্কায় এক কৃষক নিহত হ‌য়ে‌ছে। নিহত ওই কৃষ‌কের নাম লোকমান হোসেন (৪৮)। সে হাবাসপুর মাঠপাড়া গ্রামের বা‌সিন্দা। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুপু‌রে হাবাসপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মটরসাইকেল লোকসান সেন‌কে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প‌রে গুরুতর আহতঅবস্থায় পরিবারের লোকজন তাকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়