শিরোনাম
◈ মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ডাকাতির বান্ডিল বান্ডিল টাকা! (ভিডিও) ◈ ট্রাম্পকে ঘিরে ‘দাসত্বের প্রদর্শনী’: আরব নেতাদের আচরণে নেটিজেনদের ক্ষোভ ◈ পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পান ব্যবসায়ীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই (ভিডিও) ◈ জেলবন্দী ইমরান খান‌কে নি‌র্দোশ দা‌বি ক‌রে ট্রাম্পের কাছে মু‌ক্তির আ‌বেদন দুই পুত্রের  ◈ এবার বিএনপির অব্যবহৃত কার্যালয়ে আগুন দিলেন ছাত্রদলের পদবঞ্চিতরা! ◈ জাতীয় দ‌লে যোগ দি‌তে ভুটান থেকে ঢাকায় ‌ফি‌রে‌ছে পাঁচ নারী ফুটবলার ◈ সালাহ এবার ব্যালন ডি’অর জ‌য়ের ব্যাপা‌রে আত্ম‌বিশ্বাসী ◈ ম্যানচেস্টার সি‌টি‌কে কাঁ‌দি‌য়ে  ১২০ বছরে প্রথম শি‌রোপা জিত‌লো ক্রিস্টাল প্যালেস ◈ ছাত্র আন্দোলনের নেত্রী লিজার অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও ভাইরাল, যা বলছেন তিনি ◈ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ!

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ১৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্ডা ভেবে গুইসাপ উদ্ধার, অতঃপর যা ঘটল

রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে একটি গুইসাপ আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে অবশ্য গুইসাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করে। শুক্রবার (১৬ মে) সকালে পীরগাছা উপজেলার সুখানপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুখানপুকুর গ্রামে একটি বাড়ির গোয়ালঘর থেকে সান্ডা ভেবে গুইসাপটি ধরে আটকে রাখেন। খবর পৌঁছায় ‘ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনকে প্রাণীটির প্রকৃত পরিচয় জানিয়ে সবার বিভ্রান্তি দূর করেন। এরপর গুইসাপটি সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

এর আগে, সান্ডা, দব এবং গুইসাপ—এই তিনটি প্রাণী চেনার বিভিন্ন কৌশল তুলে সচেতনতামূলক আলোচনা করেন ‘ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহেল। স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

সান্ডার মতো দেখতে গুইসাপ দক্ষিণ এশিয়ায় বহুল পরিচিত একটি সরীসৃপ। এটি স্থল ও জল উভয় পরিবেশে বিচরণ করে এবং বড় আকৃতির হয়ে থাকে। আর দব সাধারণত আরব অঞ্চলের মরুভূমিতে দেখা যায়।

মাহমুদুল হাসান সোহেল বলেন, গুইসাপ পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী। এটি সান্ডা নয় এবং মানুষের কোনো ক্ষতি করে না। তাই কেউ এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা আমাদের সঙ্গে যেন যোগাযোগ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়