শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে বাজারে এসেছে রসালো লিচু

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে মৌসুমের আগেই বাজারে আসতে শুরু করেছে অপরিপক্ব লিচু। তবে এসব লিচু স্থানীয় হাট বাজারে বিক্রিও হচ্ছে বেশ চড়া দামে। ২৫০টাকা থেকে শুরু করে আকার ভেদে বিক্রি হচ্ছে ৪৫০ টাকা পর্যন্ত।

বিক্রেতারা জানান, মৌসুমের শুরু হওয়ায় দামটা একটু বেশি। তবে, লিচুতে যে পুরোপুরি পরিপক্কতা আসেনি, সেটিও স্বীকার করছেন তারা। ঘোড়াশাল বাজারে লিচু বেচাকেনা হচ্ছে বেশি। বিক্রেতারা বলছেন। অন্য এলাকার লিচুর চাইতে পলাশের লিচু অনেক ভালো যে কারনে দামটাও একটু বেশি।

উপজেলার পাশাপাশি এই আগাম মৌসুমে পাশ্ববর্তী উপজেলা কাপাসিয়া, কালিগঞ্জ এর লিচু পাওয়া যাচ্ছে। তবে এখনো দিনাজপুর,মেহেরপুর,ময়মনসিংহ, কিশোরগঞ্জের লিচু বাজারে আসা শুরু হয়নি। ফজল উদ্দিন নামে এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন,বাসায় বাচ্চাদের চাহিদা লিচু, তাই অপরিপক্ব হলেও নিতে হচ্ছে। টক হলেও তাদের কাছে লিচু খুবই পছন্দের।
লিচু আড়ৎ এর মালিক দেলোয়ার হোসেন জানান, মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় বিক্রিও কম। দাম বেশি কিনা জানতে চাইলে তিনি বলেন, শুরুর দিকে দাম তো একটু বেশিই থাকবে, তবে কিছুদিনের মধ্যেই দাম আরও কমে আসবে। বৃষ্টি পেলে লিচুর আকার বড় ও সুন্দর রং হয়ে থাকে। পাশাপাশি রসে ভরে যায়। সে কারণে বৃষ্টির পরে যে লিচু বাজারে আসবে তা ক্রেতার মন জুড়াবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়