শিরোনাম
◈ বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া ◈ ‌রিয়াল মা‌দ্রিদ ছে‌ড়ে দি‌চ্ছে আন‌চেল‌ত্তিকে, ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই ◈ আর্জেন্টনার বিস্ময়বালক, যা‌কে দ‌লে নি‌তে রিয়াল মাদ্রিদসহ অ‌নেক ক্লা‌বের লড়াই চল‌ছে ◈ সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর.. ◈ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা ◈ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পে‌লেন রাবাদা, আই‌পিএ‌লে ফির‌তে পার‌বেন ◈ ৪ মাস পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া ◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো?

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ১০:১৬ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেতু থেকে নদীতে ঝাঁপ, ১৩ ঘণ্টা পর মরদেহ  উদ্ধার

মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নিখোঁজ শামীম (১৭)  নামে এক কিশোরের মরদেহ প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। গতকাল সোমবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত রবিবার সন্ধ্যায় মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন শামীম।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেতুর মাঝামাঝি অংশ থেকে রেলিং টপকে নদীতে ঝাঁপ দেয় ওই কিশোর শামীম। শামীম চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৩ নং ওয়ার্ডের টিকরামপুর উত্তরপাড়া মহল্লার  মো. জালালের ছেলে এবং টিকরামপুর দারুল উলুম মাদ্রাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষা দিচ্ছিলেন। তার দুটি পরীক্ষা বাকী ছিল।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ওই কিশোর নদীতে ঝাঁপ দেয়ার সাথে সাথে লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে নদীতে নৌকা নিয়ে  থাকা মাঝিরা  এগিয়ে গিয়ে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। কেউ কেউ  সেতুর উপর থেকে ওই যুবকের পানি থেকে  কয়েকবার মাথা তোলার অস্পষ্ট ছবিও তোলেন। তবে অন্ধকার হয়ে যাওয়ায় তাকে  রাতে  উদ্ধার করা যায নি। সকালে রাজশাহী থেকে  আসা ফায়ার সার্ভিসের ডুবুরীদল শামীমের মরদেহ  উদ্ধার  করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ  মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়