শিরোনাম
◈ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর ◈ পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারীসহ’ নিহত ৩ ◈ প্রাথমিকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি ◈ অভিনেতা রাজকুমার রাও এর বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেফতারি পরোয়ানা জারি! ◈ ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, পথে দুই পক্ষকেই পেটাল জনতা! ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থানে থাকলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ঝুঁকি ◈ এনসিপির কাছে নীলা ইস্রাফিলের প্রশ্ন— আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন? ◈ ক্ষমতাচ্যুত হাসিনার অডিওতে এখনো প্রতিশোধপরায়ণতা: ড. আসিফ নজরুল ◈ ক্ষমতা হস্তান্তর ই'স্যুতে উপদেষ্টা আসিফের স্ট্যাটাস! ◈ সাড়ে ৬ কোটি টাকার লেনদেনের অভিযোগ: জবাব দিলেন উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১০:১৪ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে ইউপি সদস্য জাফর সিকদার এর বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল জাফর সিকদারকে পিটিয়ে আহত ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে এবং ৮ বছরের শিশুর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে জানা গেছে। 

শনিবার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী জাফর সিকদার উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

জাফর সিকদার জানান, শনিবার রাত  আনুমানিক ২টার দিকে ৭/৮ জনের ডাকাতদল বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে হাত,পা ও মুখ বেঁধে ফেলে। এসময় তার শিশু সন্তানের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারী ভেঙে নগদ ২ লক্ষ ৮৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। 
জাফর সিকদার আরো জানান, ডাকাতরা মুখে কাপড় বাঁধা অবস্থায় ছিলো। তাই কাউকে চিনতে পারিনি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউপি সদস্য জাফর সিকদারসহ পরিবারের অন্যান্য লোকদের সাথে কথা বলেছি। তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ##

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়