শিরোনাম
◈ রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে বিতর্ক, নানা মন্তব্য ◈ লিটন দাস‌কে অ‌ধিনায়ক ক‌রে পা‌কিস্তান ও আমিরাত সিরিজে বাংলা‌দেশ দল ঘোষণা ◈ এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ ◈ এডিবির ৩০ বিলিয়ন ডলার অর্থায়নে সুবিধা পাবে বাংলাদেশ ◈ রিটার্ন জমা না দেওয়া ব্যক্তিদের নজরদারিতে আনছে এনবিআর ◈ সরকার বাধা দিচ্ছে না, সব কিছু লিখতে পারছেন সাংবাদিকরা: তথ্য উপদেষ্টা ◈ এপ্রিলে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ডলার রেমিটেন্স ◈ ২৪ ঘন্টায় ডিবির অভিযানে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজন গ্রেফতার ◈ ভারতে পাচার কালে শার্শা সীমান্তে কোটি টাকার স্বর্নবারসহ যুবক আটক ◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৯ টাকা

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সোমবার নয় মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া

মনিরুল ইসলাম: কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার নয় মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। 

শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, সোমবার কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। কাতারের আমীরের সৌজন্যে প্রাপ্ত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সময়সূচি: ৫ মে ২০২৫, সোমবার, লন্ডন থেকে বিশেষ এই বিমানে দেশের উদ্দেশে যাত্রা করবেন। ৬ মে ২০২৫, মঙ্গলবার, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন— নেত্রী ফিরে আসবেন—এটা আমাদের কাছে শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি আবেগ, ভালোবাসা। দেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজ তাঁর ফিরে আসার খবরে উৎসাহিত ও উজ্জীবিত। তাঁকে যথাযোগ্য অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত। 

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে যেন নেত্রীর আগমনে সাধারণ জনগণও শৃঙ্খলার মধ্য দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের বার্তা—
“অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা বলেছি, একহাতে জাতীয় পতাকা এবং আরেক হাতে দলীয় পতাকা নিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাব। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়