শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পাচার কালে শার্শা সীমান্তে কোটি টাকার স্বর্নবারসহ যুবক আটক

আইরিন হক, বেনাপোল(যশোর):  যশোরের শার্শা সীমান্ত থেকে ১০টি স্বর্নবারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুর ২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইর থানার জনম টোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, চেকপোস্টে ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা সীমান্তের বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালানো হয়। এসময় সন্দেহ ভাজন শুভ ঘোষকে ধরে তার শরীর তল্লাশী করা হয়। এসময় তার শরীরে থাকা  জিন্স প্যান্টের পকেট থেকে এক কেজি ১০০ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন) সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,

স্বর্নের বারগুলো  ভারতে পাচারের উদ্দেশ্যেই সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটকের বিরুদ্ধে স্বর্নপাচার আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়