শিরোনাম
◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ◈ জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের পর যা যা ঘটেছিলো ◈ এবার যে কারণে সেনাপ্রধানের প্রশংসা করলেন সারজিস আলম ◈ জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ◈ ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি: এক বছরে আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা ◈ 'মৌসুম যেমনই হোক, বন্ধুত্ব থাকবে', ভারত-মালদ্বীপ সম্পর্কের ‘বরফ গলছে! (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে পুকুরের পানিতে ভেসে উঠল স্কুল ছাত্রের মরদেহ

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠে হাবিব মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ। আজ শুক্রবার (২ মে) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুরে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে ও ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। পুলিশ জানায় , বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টার দিকে ইয়াসিন নামের এক শিশুর সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে স্কুল ছাত্র হাবিব। গোসল শেষে সাথে থাকা শিশু পাড়ে উঠতে পারলেও হাবিব উঠতে পারেনি। পরে আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বেলা এগারটায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। 

হাবিবের বাবা আওলাদ মিয়া জানান, প্রতি বৃহস্পতিবার বাড়ির পাশের হাসনহাটার ফকিরা এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায় হাবিব। এটা ভেবেই তার খোঁজ রাখিনি। পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পলাশ থানার উপপরিদর্শক এসআই রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবিব নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের
মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়