শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা: বোয়িংয়ের ২৫টি বিমান কিনছে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল ◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ◈ জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের পর যা যা ঘটেছিলো ◈ এবার যে কারণে সেনাপ্রধানের প্রশংসা করলেন সারজিস আলম ◈ জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ◈ ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি: এক বছরে আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে পাহাড় ধসে দুই কিশোরের মৃত্যু

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সীমান্তঘেঁষা কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এ ভয়াবহ পাহাড়ধসে প্রাণ হারিয়েছে দুই কিশোর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে চলে আসা অবৈধ ও অনিরাপদ পাহাড় কাটারই ছিল এই দুর্ঘটনার মূল কারণ।
 
নিহতরা হলেন- আব্দুর রহিমের ছেলে রোহান ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ। আহত সিয়াম ও সিফাত বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেইপিজেড কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় গত এক সপ্তাহ ধরে পাহাড় কাটা চলছিল। বুধবার রাতের বৃষ্টির পর ভোরে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে।
 
সকাল ১০টার দিকে এলাকার চার শিশু খেলতে গেলে হঠাৎ পাহাড় ধসে পড়ে, চাপা পড়ে যায় তারা। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দা মো. আবু তাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ-ছয় দিন ধরে তারা পাহাড় কাটতেছে, কিন্তু কোনো সতর্কতা চিহ্ন বা নিরাপত্তার ব্যবস্থা নেয়নি। এই অবহেলার কারণেই আজ আমাদের এলাকার দুটি শিশু মারা গেলো। এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, “পরিবেশ অধিদপ্তরের অনুমতিতে টিলাটি কাটা হচ্ছিল কারখানা স্থাপনের জন্য। এই দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত।
 
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, “ঘটনার পরপরই পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়