শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা: বোয়িংয়ের ২৫টি বিমান কিনছে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল ◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ◈ জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের পর যা যা ঘটেছিলো ◈ এবার যে কারণে সেনাপ্রধানের প্রশংসা করলেন সারজিস আলম ◈ জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ◈ ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি: এক বছরে আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে অবৈধ ৫ ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে পরিচালিত ৫ ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। পুনরায় ভাটা চালু না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। 

দিনব্যাপী উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রামে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। 
দণ্ডপ্রাপ্ত ভাটার মালিকরা হলেন মেসার্স তিশা ব্রিকস স্বত্ত্বাধিকারী মো. সানা উল্যাহ, মেসার্স রিয়াজ ব্রিকসের মালিক মো. রিয়াজ, মেসার্স আমরী ব্রিকসের আমির হোসেন, মেসার্স রফিক ব্রিকসের (১) মো. রফিক ও মেসার্স রফিক বিকসের (২) মো. রফিক। প্রত্যেককেই ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এনিয়ে গত ৫দিনে রামগতি ও কমলনগর উপজেলায় মোট ১৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৪৭ লাখ ৫০০ টাকা জরিমানা ও ইটভাটাগুলো বন্ধ করে দেয় প্রশাসন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধ ইটভাটাগুলোর চিমনি, ভাটা ও বিপুলসংখ্যখ কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। পুনরায় অবৈধ ভাটাগুলো চালু না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে সহযোগীতা করেছেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। 

এদিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দশে গত বছরের ডিসেম্বরের ২৯ তারিখ থেকে এখন পর্যন্ত জেলায় সর্বমোট ৩৮টি অভিযানের মাধ্যমে ৫৯টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়