শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা: বোয়িংয়ের ২৫টি বিমান কিনছে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল ◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ◈ জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের পর যা যা ঘটেছিলো ◈ এবার যে কারণে সেনাপ্রধানের প্রশংসা করলেন সারজিস আলম ◈ জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ◈ ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি: এক বছরে আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:২৮ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন। মুদি দোকান থেকে চিনি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন হতভাগ্য প্রতিবন্ধি ওই মাদরাসা শিক্ষার্থী।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই ছাত্রীর মা কিশোরী মেয়েটিকে চিনি আনতে স্থানীয় মসজিদের মুয়াজ্জিম মজিবুর রহমান ফিরোজের (৬০) মুদি দোকানে পাঠায় ৷ ওই সময় আশপাশে লোকজন না থাকায় দোকানি মোয়াজ্জিন ফিরোজ সুযোগ বুঝে কিশোরী মেয়েটিকে দোকানের দরজা আটকিয়ে জোরপূ্র্বক ধর্ষণ করে।

পরে মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। ধর্ষক মজিবুর উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র এবং পুমদী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন।
এ ঘটনায় ওই ছাত্রীর মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগে হোসেনপুর থানায় মামলা দায়ের করে জরুরী প্রতিকার দাবি করেছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ হেফাজতে মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে পুলিশের  সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়