শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে গাঁজাসহ র‍্যাবের হাতে পুলিশের এসআই আটক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় র‍্যাব-৫ এর অভিযানে এক অভিনব চিত্র ফুটে উঠেছে—মাদক পরিবহনের সময় ধরা পড়েছেন এক কর্মরত পুলিশ কর্মকর্তা। ২৮ এপ্রিল ভোর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল পুঠিয়া থানার কাঠালপাড়া এলাকায় একটি পুরাতন সাদা প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ, ১৪-২৭২১) অভিযান চালিয়ে ৪০.১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে।

গ্রেফতারকৃতদের একজন, মোঃ ফারুক উদ্দিন শাহ (৪৫), লালমনিরহাট জেলার আদিতমারী থানায় কর্মরত একজন সাব-ইন্সপেক্টর। অপরজন হলেন মোঃ মেহেদী হাসান হিরো (২৫)। র‍্যাব সূত্রে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। অভিযানে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত না করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “ফারুক দুইদিনের ছুটিতে রয়েছেন, আমি আটকের ব্যাপারে জানি না।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক পরিবহনের কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়