শিরোনাম
◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা ◈ ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৩১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে চার ইটভাটা মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে চার ইটভাটা মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এ জরিমানা করেন। এদিকে একই দিন মহাসড়কের পাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বালু বিক্রির অপরাধে ৭ বালু ব্যবসায়ী ও মোটরযান চালককে ৭৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শনিবার (২৬ এপ্রিল) উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে এ অভিযান চালানো হয়।

ইটভাটাগুলো হলো- মেসার্স ফোর স্টার ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স শাহজালাল ব্রিকস ও মেসার্স শাহপরান ব্রিকস। এরমধ্যে ফোর স্টার ব্রিকসের সত্ত্বাধিকারী আবু তাহেরকে ৪ লাখ টাকা, বিসমিল্লাহ ব্রিকসের সত্ত্বাধিকারী গিয়াস উদ্দিনকে ২ লাখ টাকা, শাহজালাল ব্রিকসের সত্ত্বাধিকারী মো. দিদারকে ২ লাখ ৫০ হাজার টাকা ও শাহ পরান ব্রিকসকে মো. আকবরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চার ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। অভিযানের সময় ইটভাটাগুলোর চিমনি, ভাটা ও বিপুল সংখ্যক কাঁচা ইট নষ্ট করা হয়। ইটভাটাগুলোও বন্ধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়