শিরোনাম
◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:২২ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জন নিহত

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে । এতে আহত আরও তিন জন। 

শনিবার(১৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সকাল দশটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর মেছোরদিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, উপজেলার মেছরদিয়া গ্রামের মিঠুন বেপারীর ছেলে মিনহাজ বেপারী (১৫) ও কোটবাড়ির লক্ষণদিয়া গ্রামের মৃত-হাছেন মাতুব্বরের ছেলে সোহরাফ মাতুব্বর (৪৫)। তারা দুইজনই অটোভ্যানের যাত্রী ছিলেন। আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, সকাল দশটার দিকে উপজেলার মেছোরদিয়া মোড়ে একটি ব্যাটারি চালিত ভ্যান রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এাকটি বাস  ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা চালক সহ ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মধ্যে এক জন ও ঢাকায় নেওয়ার পথে আরেক জন নিহত হন। 

এর সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী  বলেন, নিহত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।  চালক ও চালকের সহোযোগীরা পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়