শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫৯ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: প্রায় ২ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক ১

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩৪০ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। অভিযানে একজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপি।

শুক্রবার দুপুরে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—২৭ কেজি কিসমিস, ২টি গরু, ৯৩৫ পিস চকলেট, ৭ হাজার ৫৮৫ কেজি চাল, ৮১ বক্স চিংড়ির রেনু, ৮৩২ কেজি চিনি, ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা, ২৮ কেজি গাঁজা, ৪০ বোতল হুইস্কি, ১৩৮ বোতল বিয়ার, ২৫৮ বোতল ইস্কাফ সিরাপ, ২ হাজার ৪৫০ প্যাকেট সিগারেট, ১৬৮টি মোবাইল সেট, ২৪৩টি মোবাইল ডিসপ্লে, ১ হাজার ৫৮৪ পিস পন্ডস পাউডার, ৫৩ হাজার ৬০১টি বাঁজি এবং ৭৮৭ বোতল এনার্জি ড্রিংকসসহ আরও বহু ভারতীয় পণ্য।

আটককৃত ব্যক্তি মো. মাহিন (১৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মো. এনামুল হোসেনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই সফল অভিযান তারই বাস্তব উদাহরণ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়