শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫৯ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: প্রায় ২ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক ১

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩৪০ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। অভিযানে একজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপি।

শুক্রবার দুপুরে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—২৭ কেজি কিসমিস, ২টি গরু, ৯৩৫ পিস চকলেট, ৭ হাজার ৫৮৫ কেজি চাল, ৮১ বক্স চিংড়ির রেনু, ৮৩২ কেজি চিনি, ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা, ২৮ কেজি গাঁজা, ৪০ বোতল হুইস্কি, ১৩৮ বোতল বিয়ার, ২৫৮ বোতল ইস্কাফ সিরাপ, ২ হাজার ৪৫০ প্যাকেট সিগারেট, ১৬৮টি মোবাইল সেট, ২৪৩টি মোবাইল ডিসপ্লে, ১ হাজার ৫৮৪ পিস পন্ডস পাউডার, ৫৩ হাজার ৬০১টি বাঁজি এবং ৭৮৭ বোতল এনার্জি ড্রিংকসসহ আরও বহু ভারতীয় পণ্য।

আটককৃত ব্যক্তি মো. মাহিন (১৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মো. এনামুল হোসেনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই সফল অভিযান তারই বাস্তব উদাহরণ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়