শিরোনাম
◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

শামীম মীর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনির শিকার যুবক সাগর মোল্লা (২২) দুইদিন হাসাতালে চিকিৎসার পর আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মৃত্যুবরণ করেছেন। নিহত সাগর জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, গত ১৪ এপ্রিল দিবাগত রাত একটার দিকে উপজেলার সালতা গ্রামের মজিবর খানের ছেলে আসিফ খানের বাড়িতে প্রবেশ করে সাগর। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চোর চোর বলে চিৎকার করলে স্থানীয়রা জড়ো হয়ে ধাওয়া করে সাগর মোল্লাকে আটক করে গণপিটুনি দেয়।

একপর্যায়ে গুরুত্বর আহতাবস্থায় ওইদিন রাতেই সাগরকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসার পর বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা সিরাজ মোল্লা অভিযোগ করে বলেন, আমরা কর্মের সুবাদে মাদারীপুরে থাকি। ওইদিন রাতে সাগর আমাদের গ্রামের বাড়ি ডুমুরিয়া যাওয়ার সময় সালতা গ্রামের আসিফ খান, মজিবর খান, আলামিন মোল্লাসহ ২০/২৫ জনে পরিকল্পিতভাবে সাগরকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সালতা গ্রামের আসিফ খান বলেন, রাত একটার দিকে আমাদের বাড়িতে চোর প্রবেশ করায় আমরা চিৎকার শুরু করি। এসময় গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া করে এক চোরকে আটক করে গণধোলাই দিয়েছে। এখানে পরিকল্পিত হত্যার কোন ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়