শিরোনাম
◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:২০ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে ভাইয়ের হাতে ভাই খুন

ঈশ্বরদী (পাবনা) থেকে : পাবনার ঈশ্বরদীতে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মিকুন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের নাম জিপু সরদার (২৯)। অভিযুক্ত বড় ভাই মনিরুল সরদার (৩৮)। তারা উভয়ে স্থানীয় বাসিন্দা রিকাত সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায়ই এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হতো। ঘটনার দিন সকালেও তুচ্ছ বিষয় থেকে শুরু হয় তর্ক। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতিতে মনিরুল লোহার রড দিয়ে ছোট ভাই জিপুর মাথায় আঘাত করেন। পাল্টা প্রতিক্রিয়ায় জিপু হাতে থাকা হাসুয়া দিয়ে মনিরুলকে কোপ দেন, এতে মনিরুলের দুই হাতে গুরুতর জখম হয়।

রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্সে উঠান। তবে পথে বাঘা উপজেলার কাছাকাছি পৌঁছালে জিপুর মৃত্যু হয়। পরে মনিরুলকে অন্য একটি যানবাহনে করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয় এবং জিপুর মরদেহ বাড়িতে আনা হয়। ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়