শিরোনাম
◈ নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত ◈ ঐকমত্য কমিশনের বৈঠক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনেক বিষয়ে একমত, দ্বিমতও আছে ◈ টানা ১০ দিন ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ভুয়া তথ্য ছড়ানোয় ক্ষোভ, শিল্পীদের দায়িত্বশীলতার আহ্বান ফারুকীর ◈ টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা ◈ নেইমার চতুর্থবার বাবা হ‌লেন, বিশেষ উপহার পাঠালো পিএসজি ◈ পি‌সি‌বি সভাপ‌তির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বি‌সি‌বি সভপ‌তি বুলবুল ◈ লিও‌নেল মেসি কি সর্বকালের সেরা ফ্রি কিক টেকার ◈ অশ্রুতে ভাসছে উত্তরার আকাশ-বাতাস: নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় সোহাগ আলী বাবুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে খনির আন্ডারগ্রাউন্ডে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকে খনির ভূ-অভ্যন্তরে ব্লাস্টিং এর কাজ শুরু করেন সোহাগ নামে এক শ্রমিক। এসময় ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে উদ্ধার করা হয়। এর পরপরই ওই শ্রমিক মৃত্যু বরণ করেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ঘিলাই মালতলা গ্রামে ওই হতভাগা শ্রমিকের বাড়ি পিতা রফিক মন্ডল বলে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম।

জিটিসি কর্তৃপক্ষের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তারা জানান,ওই শ্রমিক কর্মরত অবস্থায় অসাবধানতা বসত ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনার স্বীকার হন।পুলিশ সুরতহাল রিপোর্ট করছেন।ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে,ওই হতভাগা শ্রমিক সকাল সাড়ে দশটায় পড়ে গেলেও তাকে উদ্ধার করা হয়েছে বেলা সাড়ে বারোটায়।এই গাফিলতির জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়