শিরোনাম
◈ অশ্রুতে ভাসছে উত্তরার আকাশ-বাতাস: নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ◈ ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও) ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ৬ অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত স্বজনেরা ◈ ভারত থেকে আজই আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম: বিবিসি বাংলা ◈ জাকেরের ফিফটি ও বোলারদের দাপটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের শহীদনগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী গুলিবিদ্ধ হওয়া ইসরাফিলের হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আল-আমিনকে (৩৫) গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সে উপজেলার ষোলপাড়া গ্রামের মৃত সরোয়ার মুন্সির ছেলে। মঙ্গলবার(১৫এপ্রিল)দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ষোলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে। 
    
থানা পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১৫ এপ্রিল)দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার এসআই(উপ-পরিদর্শক)আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ আহত ইসরাফিলের হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা আল-আমিনকে উপজেলার ষোলপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলার শহীদনগরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এসময় ইসরাফিল গুলিবিদ্ধ হয়ে আহত হন।এ ঘটনায় তার মায়ের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় ৯নং আসামি আল-আমিন।
    
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী আওয়ামী লীগ নেতা আল-আমিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,আইনি প্রত্রিয়া শেষে বুধবার (১৬এপ্রিল) সকালে তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়