শিরোনাম
◈ আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ◈ গোপন বার্তা: উত্তেজনা বাড়াতে চায় না ভারত, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ ◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত! ◈ খুনি পালায়, ট্রাইব্যুনাল পিছায়, পাসপোর্ট হয় বাসায়: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে যৌথ অভিযানে ৯টি দেশীয় অস্ত্র ও  মাদকসহ ৩ জন গ্রেফতার 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে জামালপুরের সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৩ জন কে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরে গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। 

সরিষাবাড়ী থানা সুত্রে জানা যায়, উপজেলার পাখিমারা এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় কিশোর গ্যাং এর হোতা শীর্ষ সন্ত্রাসী আওনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন রাজাকে (৩৫) গ্রেফতার করা হয়।

অপর দিকে একই ইউনিয়নের মেন্দারবেড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির উদ্দিন (৬০) ও তার সহযোগী ফারুক হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়।  

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় ৯ টি অস্ত্র, ১৫ পিচ ইয়াবা, ৩ গ্রাম হিরোইন, ৭ টি মোবাইল ফোন, মাদক বেচাকেনার ৬ হাজার ৫শ ৫৭ টাকা, লাইটারসহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ চাঁদ মিয়া বলেন, সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রাজা ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, হিরোইন, ইয়াবা উদ্ধার করা হয়। পরে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে৷ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়