শিরোনাম
◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত! ◈ খুনি পালায়, ট্রাইব্যুনাল পিছায়, পাসপোর্ট হয় বাসায়: হাসনাত আব্দুল্লাহ ◈ ভারতের ৭ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান (ভিডিও) ◈ আবদুল হামিদের দেশ ছাড়ার অনুমতি নিয়ে যা জানাল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ◈ পাকিস্তানের ‘ভূপাতিত করা’ ৫ ভারতীয় যুদ্ধবিমানের দাম কত? যা জানাগেল ◈ সাইবার অপরাধ বাড়ছে, শীর্ষে সোশ্যাল মিডিয়া ◈ মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ!

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ১২:২৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

শ্রমিক দলের সেক্রেটারিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা বিএনপি  সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমানকে (৫৬)  প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।  এ ঘটনায়  রোববার তিনি   বাদী হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে অভিযুক্ত করা হয়েছে  কাঁচপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি হানিফ হকে। 

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘আমি মো. মজিবুর রহমান (৫৬), (নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি ২ নং সাংগঠনিক সম্পাদক) এই মর্মে সাধারণ ডায়েরি করার আবেদন করিতেছি যে, বিবাদী ১। মো. হানিফ হক (৪৭)  গত ১১ এপ্রিল তরুণ দলের একটি প্রগ্রামে তিনি সেখানে শ্রমিক দল পরিচয় দেন কিন্তু উক্ত বিবাদী কাঁচপুর ইউনিয়ন জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি এবং সোনারগাঁ থানার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহসভাপতি, তিনি ফেসবুক ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নিজেকে শ্রমিক দল পরিচয় দেয়। ফেসবুকে বিবাদীর পোস্ট দেখে আমার জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আমাকে উক্ত বিষয়টি জানায়।

উক্ত বিষয়টি আমি তরুণ দলের সভাপতি পিএস তোফা কে জানাই যে, মো. হানিফ হক কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এবং সোনারগাঁ থানার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহসভাপতি জানানো পরে পিএস তোফা হাফিন হককে বিষয়টি জানান।

পরবর্তীতে মো. হানিফ হক গত ১২ এপ্রিল আনুমানিক দুপুর ১টা ৫৭ মিনিটে  উক্ত বিবাদী তাহার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও গুলি করে, কুপিয়ে হত্যা করবে মর্মে হুমকি প্রদান করে। বিবাদী বিভিন্ন লোক দিয়ে রাস্তা ঘাটে যেখানে পাবে আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। ইহা ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করিয়া রাখা হইল।

এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি রাখা একান্ত প্রয়োজন। সোনারগাঁও থানা পুলিশ জানায়, হুমকির ঘটনায় মজিবুর রহমান বাদী হয়ে একটি জিডি করেন।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়