শিরোনাম
◈ পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না: দেশে ফিরে মির্জা ফখরুল ◈ ৩ কার্গো এলএনজি আসবে যুক্তরাজ্য থেকে, ব্যয় কত? ◈ ফরিদপুরে আড়িয়াল খাঁ ও পদ্মায় পানি বৃদ্ধি, বন্যা-নদী ভাঙন আতঙ্কে মানুষ ◈ ছাত্রলীগের হামলায় মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান ◈ এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাইলো দুদক ◈ ‘গণঅভ্যুত্থানের পর অর্থনৈতিক পুনরুদ্ধারে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ’ ◈ এনসিপি থেকে বহিষ্কারের পর মাহিনের বিস্ফোরক মন্তব্য ◈ ঢাকা চাঁদার বাজার কারওয়ান বাজার, প্রতিদিন কয়েক লাখ টাকা যাচ্ছে রাজনৈতিক নেতাদের পকেটে! ◈ জুলাই সনদ সংবিধানের ওপরে প্রাধান্য পেলে খারাপ নজির তৈরি হবে: সালাহউদ্দিন আহমেদ ◈ মোবাইল থেকেই যেভাবে করবেন টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:৩৫ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারা কর্ণফুলী কেইপিজেট হতে বন্য হাতি সরিয়ে নেয়ার চেষ্টা চলছে

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার আতংকের নাম ছিল তিনটি বন্যহাতি ৷ হাতি তিনটির আক্রমণে অতিষ্ঠ হয়ে গেছিল দক্ষিণ চট্টগ্রামের এই দুই উপজেলা। বর্তমানে হাতি তিনটি আনোয়ারা কর্ণফুলী তে নেই৷ হাতিগুলোর বর্তমান অবস্থান আনোয়ারার পাশে বাঁশখালী উপজেলায়৷

জানা যায়,গত বৃহস্পতিবার রাতে,দুইটা হাতি প্রকৃতিক ভাবে বাঁশখালীতে পৌঁছান,তারপর বাকি একটি রিস্কিউ টিম ও বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় রবিবার মধ্যরাতে এটিও বাঁশখালী নিয়ে যাওয়া হয়৷ এই হাতি গুলার আক্রমণে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার নবজাতক শিশু সহ অনেক মানুষ নিহত ও আহত হয়েছিলো ৷

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান জানান, আনোয়ারা কর্ণফুলী থেকে দুইটি হাতি প্রকৃতিকভাবে বাঁশখালীতে চলে আসেন। এরপর আমাদের টিমের সঙ্গে কথা বলে আরেকটি হাতি যেটা আছে সেটিও রবিবার ভোর রাতে আমাদের রিস্কিউ এর সহযোগিতায় বাঁশখালীতে আনতে সক্ষম হই। মোট আনোয়ারা কর্ণফুলী থেকে তিনটি হাতি বাঁশখালীতে আসছে কিন্তু যেকোন সময় আবার হাতি আনোয়ারা কর্ণফুলীতে চলে যেতে পারে ৷

এ ব্যাপারে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, বর্তমানে আমাদের কেইপিজেট থেকে হাতি মুক্ত, হাতি গুলো কেইপিজেট থেকে চলে গেলেও,আমাদের ধারণা যে কোন মুহূর্তে আবার চলে আসতে পারে, কিন্তু আমাদের জোড়ালো দাবি থাকবে হাতি এগুলো যাতে না আসতে পারে৷ কারন আনোয়ারা কর্ণফুলী দুই উপজেলায় ঘনবসতি হওয়ার কারণে হাতিগুলা লোকালয়ে ক্ষতি করতেছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়