শিরোনাম
◈ তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার ◈ ফ্লাইটে কারিগরি ত্রুটির বিষয়ে যা জানালো বিমান ◈ ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তা: লক্ষ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল ◈ দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, অধ্যাদেশ জারি ◈ ‘বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- কারাবন্দী যুবদল নেতার স্ট্যাটাস ◈ ব্যাংকের বাইরে নগদ অর্থ বাড়ছে: আমানত প্রবৃদ্ধি আট শতাংশের নিচে, আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধিও কমছে ◈ এবার সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুষ্ক মরুভূমিকে সবুজ বানাবে! ◈ হামলার প্রতিবাদে বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ◈ ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলে প্রকাশ্যে স্ত্রী মারধর করলেন স্বামীকে, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরকান্দায় অবৈধ গ্যাস সিলিন্ডার কারখানায় যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার-১ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিভিন্ন কোম্পানির ৯১৮ বোতল গ্যাস সিলিন্ডার সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার এম এম জুট মিলের অভ্যন্তরে অবৈধভাবে মজুদকৃত এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা দুটি ট্রাক ও একটি ট্যাংক লড়ি জব্দ করা হয় ও কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সেনাবাহিনীর ফরিদপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এম এম জুটমিলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়।

এম এম জুটমিল এবং দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২ কারখানার মালিক দুই ভাই মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদ অভিযান চলাকালে পলাতক থাকায় তাদের  বক্তব্য জানা যায়নি।  

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়