শিরোনাম
◈ তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার ◈ ফ্লাইটে কারিগরি ত্রুটির বিষয়ে যা জানালো বিমান ◈ ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তা: লক্ষ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল ◈ দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, অধ্যাদেশ জারি ◈ ‘বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- কারাবন্দী যুবদল নেতার স্ট্যাটাস ◈ ব্যাংকের বাইরে নগদ অর্থ বাড়ছে: আমানত প্রবৃদ্ধি আট শতাংশের নিচে, আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধিও কমছে ◈ এবার সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুষ্ক মরুভূমিকে সবুজ বানাবে! ◈ হামলার প্রতিবাদে বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ◈ ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলে প্রকাশ্যে স্ত্রী মারধর করলেন স্বামীকে, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০১:৪৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে যুবককে গুলি, আটক ২

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রুবেল হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গুলিটি তার বাম হাতের কব্জিতে লেগেছে। এ ঘটনায় আজাদ হোসেন বাবলু ও আলমগীর হোসেন রাব্বি নামে দুইজনকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় গুলিবিদ্ধের ঘটনা ঘটে। এ সময় তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়। আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন হাসপাতালে যান। সেখানে তিনি আহত রুবেল ও তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার, মাদক কারবার নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছে। দুজনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করেন। আগ থেকেই দুর্বৃত্তরা ঘটনাস্থলে ওঁৎ পেতে ছিলেন।

যদিও হাসপাতালে আহত অবস্থায় রুবেল জানায়, চৌপল্লী বাজার থেকে ঘটনার সময় তিনি বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে পেছন থেকে তাকে গুলি করা হয়। এতে গুলিটি তার বাম হাতের কব্জিতে বিদ্ধ হয়। তবে কে বা কারা গুলি করেছে তিনি তা দেখেননি। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। তিনি আরও বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী কদু আলমগীর আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে। তা না হলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। বেশ কয়েকবার আমার বাড়িতে লোকজন পাঠিয়ে আমাকে হুমকি দিয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে একব্যক্তি হাসপাতালে এসেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে এসপি মো. আকতার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই রুবেলকে গুলি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, গুলিবিদ্ধের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়