শিরোনাম
◈ ‘বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- কারাবন্দী যুবদল নেতার স্ট্যাটাস ◈ ব্যাংকের বাইরে নগদ অর্থ বাড়ছে: আমানত প্রবৃদ্ধি আট শতাংশের নিচে, আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধিও কমছে ◈ এবার সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুষ্ক মরুভূমিকে সবুজ বানাবে! ◈ হামলার প্রতিবাদে বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ◈ ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলে প্রকাশ্যে স্ত্রী মারধর করলেন স্বামীকে, ভিডিও ভাইরাল ◈ এবার থাইল্যান্ডের ২ চিকিৎসকের স্বাস্থ্যসেবায় বিএমডিসির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশি পর্যটক কমায় ধুঁকছে কলকাতার নিউমার্কেট, মেডিকেল ভিসায় ভরসা ব্যবসায়ীদের ◈ দরকষাকষিতে কে এগিয়ে বিএনপি না এনসিপি ◈ নেইমারকে নি‌য়ে সমকামবিদ্বেষী স্লোগান দেয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের ১১ লাখ টাকা জ‌রিমানা ◈ সাত অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ের সম্ভাবনা, ঢাকায় আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাভোগের পর কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার!

কারাভোগের পর কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার। উচ্চ আদালতের নির্দেশে বুধবার (৯ এপ্রিল) তাদের বিয়ে হয় কারাগারে। বরের নাম শিমুল, আর কনে মিতা। ঘটনাটি ঘটেছে সিলেটে।

ব্যতিক্রম এই বিয়েটি পড়ান কাজি সজিব আহমেদ তালুকদার।

 বিয়ের কাজি জানান, শিমুলের সাথে মিতার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্ক চলাকালীন একপর্যায়ে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিমুলকে নানাভাবে বিয়ের জন্য চাপ দেন তিনি। কিন্তু শিমুল নানা অজুহাতে বিয়ে না করে এক পর্যায়ে পালিয়ে যান।
 
এমন চাঞ্চল্যকর ঘটনায় কনের বাবা বাদি হয়ে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করায় পুলিশ তাকে গ্রেফতার করে। এই মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন।

 এদিকে কাজি সজিব আহমেদ তালুকদার জানান, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুই জনের বিয়ের নির্দেশ দেন।
 
পরে উচ্চ আদালতের নির্দেশে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাকদের উপস্থিতিতে বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন কারাগারে ৫ লাখ টাকা দেনমোহরে এই বিয়ে হয়।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। বিয়ে চলাকালীন সময়ে কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়