শিরোনাম
◈ ‘বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- কারাবন্দী যুবদল নেতার স্ট্যাটাস ◈ ব্যাংকের বাইরে নগদ অর্থ বাড়ছে: আমানত প্রবৃদ্ধি আট শতাংশের নিচে, আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধিও কমছে ◈ এবার সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুষ্ক মরুভূমিকে সবুজ বানাবে! ◈ হামলার প্রতিবাদে বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ◈ ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলে প্রকাশ্যে স্ত্রী মারধর করলেন স্বামীকে, ভিডিও ভাইরাল ◈ এবার থাইল্যান্ডের ২ চিকিৎসকের স্বাস্থ্যসেবায় বিএমডিসির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশি পর্যটক কমায় ধুঁকছে কলকাতার নিউমার্কেট, মেডিকেল ভিসায় ভরসা ব্যবসায়ীদের ◈ দরকষাকষিতে কে এগিয়ে বিএনপি না এনসিপি ◈ নেইমারকে নি‌য়ে সমকামবিদ্বেষী স্লোগান দেয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের ১১ লাখ টাকা জ‌রিমানা ◈ সাত অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ের সম্ভাবনা, ঢাকায় আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী  নিহত

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১০ এপ্রিল)  সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির নাম রাহুল। তার বাড়ি পোটুয়াখালী জেলায়। তিনি ওরিয়ন গ্রুপের ওষুধ কোম্পানীতে চাকরি করেন। পেশাগত কাজে তিনি ফরিদপুর থেকে কুঞ্জনগর বাজারে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে তিনি দ্রুত কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে ফেরার সময় রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা আরো জানান, এলাকার বিভিন্ন স্থানে সারা বছর ভেকু মেশিন দিয়ে ফসলী জমির মাটি কাটা চলছে। সেই মাটি ট্রলি গাড়ির সাহায্যে সড়ক পথে বিভিন্ন ইটভাটায় নেওয়া হয়। সড়কে ট্রলি চলাচল করার সময়, সড়কে মাটি পড়ে সড়ক ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি নামার পর সড়ক কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ায়, সড়কে দুর্ঘটনা ঘটছে।

সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন, সড়কে মাটি বোঝাই ট্রলি গাড়ি চলাচল করায়, সড়কে মাটি পড়ে সড়ক ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। সড়কের মাটি বৃষ্টির পানিতে ভিজে, সড়ক কাদায় পিচ্ছিল হয়ে গেছে। এর ফলে সড়কে দুর্ঘটনা ঘটছে এবং আরো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়