শিরোনাম
◈ টেস্ট ক্রিকেট থে‌কে বিরাট কোহ‌লির  বিদায় ◈ হাসিনাপুত্র জয় নাগরিকত্ব নিলেন যুক্তরাষ্ট্রের, নিয়েছেন শপথ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে : প্রেস সচিব  ◈ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন ◈ আমরা আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধিতে বিশ্বাস করি: প্রধান উপদেষ্টা  ◈ ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব ◈ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বাহারি ফুলের সৌন্দর্যে মুগ্ধ যাত্রী ও পথচারীরা ◈ আন্দোলনকারীদের উদ্দেশে ডিএমপির বার্তা ◈ আ. লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে বৈঠক শেষে যা বলছে ইসি (ভিডিও) ◈ কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা সেবার বিপর্যয়, অর্ধকোটি মানুষের মাথায় হাত!

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:১৬ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধুর প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা, পুরুষাঙ্গ কেটে দিয়েছে তরুণী

হাবিবুর রহমান, পূর্বধলা, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় তরুণীর ব্লেটের আঘাতে প্রেমিকের বন্ধু পারভেজ (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে ফেলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে রাজধলা বিলের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

পারভেজ উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মান্নাফ মিয়ার ছেলে।  তরুণীর নাম সুমাইয়া আক্তার (২২)। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামের আব্দুল গনি সরকারের মেয়ে। সে উপজেলার স্থানীয় একটি ডিগ্রী কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়দের হাতে আটক ওই তরুণীর দাবি, জনৈক জাহিদ নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে দেখা করতে সে বিকেল চারটার দিকে উপজেলা রাজধলা বিলপাড়ে আসে। এসময় প্রেমিক জাহিদ ফোনে তার বন্ধু পারভেজকে সেখানে ডেকে আনেন। পরে তারা দুজন মিলে তাকে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্ব ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই তরুণীর ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করে। এতে পারভেজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে যায়।
পরে তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

স্থানীয়রা ওই তরুণীকে আটক করলেও পরে ছেড়ে দেয়। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, যুবকের পুরুষাঙ্গের প্রায় অর্ধেক কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে এই বিষয়ে কোন অভিযোগ পেলে আইগত ব্যবস্থা করা হবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়