শিরোনাম
◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানে ছিলো হেডফোন, সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২৭) নামের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ুয়া যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বাউসি পপুলার রেলওয়ে ব্রিজ এলাকার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদি পৌর এলাকার  শিমলাপল্লী গ্রামের ইতালি প্রবাসী লাঞ্জু মিয়ার ছেলে। তিনি জামালপুর জসিম উদ্দিন টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) পড়ছিলেন।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে পপুলার রেলওয়ে ব্রিজপাড় এলাকায় বেড়াতে যান মেহেদী। এসময় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন তিনি। এদিকে জামালপুর থেকে ছেড়ে আসা ভূয়াপুর গামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন বাউশি ব্রীজ এলাকায় আসলে কয়েকবার হর্ন দিলেও মেহেদী শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনটি খুব কাছাকাছি চলে আসলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মাথায় ধাক্কা লাগে। এসময় তিনি ছিটকে নিচে খাদে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পথিমধ্যে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আশীষ চন্দ্র দে বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শোনার কারণে মেহেদির মাথায় ট্রেনের ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে পথেই তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়