শিরোনাম
◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে দই-মিষ্টির দোকানে ৯ হাজার টাকা জরিমানা 

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তিন দই-মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করেছেন। ওজনে কম দেওয়া, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বেশি দামে বিক্রির অপরাধে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সদরের থানা রোডে অবস্থিত অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডার, জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও মাস্টার সুইটস নামের তিন দোকান মালিকের এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি সদরে দই-মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। ওজনে কম দেওয়ার অপরাধে অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা, একই অপরাধে জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পণ্য বিক্রি করায় মাস্টার সুইটস নামের দই-মিষ্টির দোকানের ৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তা বা জনসাধারণ যেন প্রতারিত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রাখা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়