শিরোনাম
◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত

আরমান কবীরঃ টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় এক আনসার কমান্ডারের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কেরর উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) দেলদুয়ার সদর উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহর ছেলে।সে কুমিল্লার মনোহরগন্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, ঈদের ছুটিতে গত ২৮ মার্চ বাড়িতে এসেছিলেন তিনি। ছুটি শেষে শুক্রবার কর্মস্থলে ফেরার কথা ছিল শফিউল্লাহর। শুক্রবার ভোরে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এসময় টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কের উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ট্রাক সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে শফিউল্লাহর মাথায় পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন জানান, টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কের উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় নিহত শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়