শিরোনাম
◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ১২:২১ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে দীর্ঘ দিন ধরে ধর্ষণ

বগুড়ার ধুনটে হাফিজুর রহমান আফের নামে এক কৃষকের বিরুদ্ধে ভুয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে দীর্ঘ দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে গত ২ এপ্রিল রাতে ধুনট থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, কৃষক হাফিজুর রহমান আফের (৫৫) বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের ভরসা আকন্দের ছেলে। তিনি গত ২০২২ সালের ২১ জানুয়ারি পারিবারিকভাবে একই এলাকার এক বিধবা নারীকে (৪০) বিয়ে করেন। বিয়ের প্রায় এক বছর পর দাম্পত্য কলহে আফের ওই নারীকে তালাক দেন। এরপর ওই নারী বাবার বাড়িতে চলে আসেন।

এ অবস্থায় আফের বিয়ের আশ্বাসে সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি গত ২০২৪ সালের ৪ আগস্ট ভুয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে পুনরায় ঘরে তুলে নেন। ঘর-সংসার করাকালে আফের তার স্ত্রীর কাছ থেকে কৌশলে ১৭ লাখ টাকা হাতিয়ে নেন। এর কিছুদিন পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

হাফিজুর রহমান আফের ভুল স্বীকার করে গত ২২ ফেব্রুয়ারি ফের সাবেক স্ত্রীকে ঘরে তুলে নিয়ে ধর্ষণ করেন।

এ ব্যাপারে ওই নারী গত ২০ মার্চ বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আফেরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করেন, আসামি ভুয়া কাবিননামা তৈরি করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তাকে গত ২০২৪ সালের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনেকবার ধর্ষণ করেছেন।

বগুড়ার ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়