শিরোনাম
◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটায় মোটরসাইকেল চালককে কুপিয়েছে দুর্বৃত্তরা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানার পৌর গোঁজা এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন সুজন (৫০) নামের এক মোটরসাইকেল ড্রাইভার। তিনি কুয়াকাটা এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পর্যটকদের পরিবহন করতেন।
 
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের মতো পর্যটকদের নিয়ে কুয়াকাটার গঙ্গামতিতে সূর্যোদয় দেখাতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে বাসার সামনের রাস্তায় অতর্কিত হামলার শিকার হন তিনি। দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
 
পর্যটকরা রাস্তায় পড়ে থাকতে দেখতে পেয়ে সুজনের মোবাইল ফোনের ডায়াল নম্বারে কল করে তার পরিবারের সদস্যদের জানান। পরে বাড়ির সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন।
 
স্থানীয়রা সুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২ টায় তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
 
ঘটনাস্থল থেকে এক জোড়া জুতো উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে হামলার কারণ এবং দোষীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার। 
 
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের তদন্ত অব্যাহত আছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়