শিরোনাম
◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ০২:০৫ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা : পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। 
 
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেন— মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।
 
ভুক্তভোগীর পরিবার  শিশুটিকে উদ্ধার করে ঘটনার পরদিন রাতে মডেল থানায় নিয়ে আসে,পরে পুলিশের সহযোগিতা চাইলে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)সহ একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের বিরুদ্ধে অভিযুক্ত আল আমিন( ২০) নামের এক আসামিকে গ্রেফতার করে নিয়ে আসে। 
 
শিশুটির মা জানান, ঈদে বাড়িতে মেহমান থাকায় আমি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার মেয়েকে (শিশু) দেখতে না পেয়ে আমরা খোঁজ করতে থাকি। পরে আমাদের প্রতিবেশী এক নারী আমাকে বলে যে, আল-আমিন আমার মেয়েকে নিয়ে সিএনজিতে বসে আছে। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে আল-আমিন পালিয়ে যায়। আমার মেয়ের শারীরিক অসুস্থতা ও অসংলগ্ন কথাবার্তায় আমি বুঝতে পারছি যে ঐ ছেলে আমার মেয়ের সর্বনাশ করার জন্য কিছু একটা করেছে। তাই আমি থানা পুলিশের কাছে এসে সহযোগিতা চাই।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে , অভিযুক্ত আল আমিন ঐদিন শিশুটিকে একটি খাবার জুস কিনে দেয়। এরপর কী হয়েছে তা কেউ সঠিক বলতে পারছেন না। তবে স্থানীয় আরও অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে অভিযোগকারী আগে থেকে পারিবারিক একটি ঝামেলা ছিল। অভিযুক্ত  আল-আমিন এর আগেও অনেকের সঙ্গে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে সামাজিক অবক্ষয়ের মত ঘটনা ঘটিয়েছে। 
সূত্র জানায়,শিশুটিকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্যকমপ্লেক্সেে প্রাথমিক চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের মত তেমন কোনো ধরনের আলামত না পাওয়া যায়নি।
 
এদিকে  শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে(কুমিক) প্রেরণ করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) তানভীর আহমেদ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী জানান, " শিশুকে ধর্ষণের দায়ে গতকাল বুধবার(২ মার্চ) দিবাগত রাতে অভিযোগের ভিত্তিতে একজন আসামি গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার(৩ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের দায়ে ভুক্তভোগী শিশুটির মা রিমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।  

ধৃত আসামীকে আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।"
ধৃত আসামীর চক্রতলা গ্রামের মমিন মিয়ার ছেলে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়