শিরোনাম
◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ০১:০২ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ সুলতান মাহমুদ ওরফে লাম (১৯) কে আটক করেছে যৌথ বাহিনী। গত সোমবার গভীর রাতে ফাঁড়ি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নওগাঁ-নাটোর সড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মালশন মোড়ে পাকা রাস্তায় চেকপোষ্ট অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। আটককৃত সুলতান মাহমুদ লাম নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া ঈদগাহ মাঠ এলাকার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সান্তাহার ফাঁড়ি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নওগাঁ-নাটোর সড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মালশন মোড়ে পাকা রাস্তায় চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করেন। এসময় মোটরসাইকেল যোগে সুলতান মাহমুদ ওরফে লাম-সহ কয়েকজন ব্যক্তি অবৈধ উদ্দেশ্যে নওগাঁর দিকে যাওয়ার সময় চেকপোষ্ট অতিক্রম করতে গেলে যৌথ বাহিনীর সংকেতকে উপেক্ষা করে পালানোর চেষ্টাকালে সুলতান মাহমুদ লামকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে প্যান্টের পকেটের ভিতর থেকে স্টিলের ধারালো একটি বার্মিজ চাকু উদ্ধার ও আরওয়ানফাইভ একটি মোটরসাইকেলসহ ১৫হাজার টাকা জব্দ করেন। এসময় অপর ব্যক্তিরা পালিয়ে যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন বাদী হয়ে সুলতান মাহমুদ লামের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়