শিরোনাম
◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু ◈ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মে‌য়ে‌দের ইভেন্টের জন্য জিন পরীক্ষা বাধ্যতামূলক ◈ বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা ◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ০১:৫০ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীগঞ্জে মাকে রক্ষা করতে আসা শিশুর হাত ভেঙে দিলো সুদখোর

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে সুদের টাকার জন্য শোয়েব মিয়া (৬) নামে এক শিশুর হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে। আহত শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের মৃত আলম উল্লাহর ছেলে ফুরুক মিয়ার কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন একই গ্রামের সায়েদ মিয়া। নির্ধারিত সময়ের আগেই টাকা আদায়ের জন্য ফুরুক মিয়া তার লোকজন নিয়ে সায়েদ মিয়ার বাড়িতে যান। কিন্তু তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রীর সঙ্গে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ফুরুক মিয়া সায়েদ মিয়ার স্ত্রীর ওপর হামলা চালান। এ সময় মাকে রক্ষা করতে ছুটে আসে ছয় বছরের শিশু শোয়েব। কিন্তু ফুরুক মিয়া তাকে তুলে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন, ফলে শিশুটির হাত ভেঙ্গে যায়।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শোয়েবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শিশু শোয়েবের বাবা সায়েদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফুরুক মিয়ার সুদের টাকা ঈদের ১০ দিন পর পরিশোধের কথা ছিল। কিন্তু সে হঠাৎ এসে আমার স্ত্রীর ওপর হামলা চালায়। আমার ছেলে যখন তার মাকে বাঁচাতে আসে, তখন তাকে তুলে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয়। আমি গরিব দিনমজুর, ইট ভেঙ্গে সংসার চালাই। এখন ছেলের চিকিৎসার খরচ কীভাবে চালাবো, জানি না! এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়