শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০৯:৩২ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীগঞ্জে পুলিশের কাছে থেকে ছিনতাইকৃত আসামি সালিশের মাধ্যমে পুলিশে সোপর্দ

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের কাছে থেকে আসামি ছিনতাইয়ের ঘটনাটি অবশেষে সালিশ প্রক্রিয়ার মাধ্যমে আসামি পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। পুলিশ গতকাল যুবদলনেতাসহ দুই আসামীকে গ্রেফতার দেখিয়েছে।

সিলেট মহানগর জামাতের সেক্রেটারী জেনারেল ও হবিগঞ্জ-১ আসনের জামাত মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এঘটনায় সালিশানা করেন। পরে খবর দেয়া হলে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে ও এসআই সুমন মিয়া, এসআই তরিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ নবীগঞ্জ থানার মামলা নং-২৩, ধারা- ১৪৩/১৮৬/৩৪১/৩৫৩/২২৪/২২৫/১১৪/৩৪ পেনালকোড এর এজাহার নামীয় আসামী শ্রমিক নেতা মোঃ দিলশাদ মিয়া মেম্বার (৫০), পিতা-মৃত কালা মিয়া, সাং-রায়পুর, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ ও আউশকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন মিয়া (৪২), পিতা-মৃত ফারুক মিয়া, সাং- রায়পুর, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জকে নবীগঞ্জ থানাধীন গাজীরটেক পয়েন্ট হতে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

উল্লেখ্য যে গত ২২-মার্চ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ গাড়ি পুড়ানোর বিস্ফোরক মামলার সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার মামলা নং-১৫ তারিখ-১৯/০২/২০২৫ ইং ধারা-১৯৭৪ এর ১৫(১)(ধ)/১৫(৩)/২৫। গ্রেফতারের পর শ্রমিক নেতা দিলশাদ মেম্বারকে তার আত্বীয় স্বজন পুলিশের কাছে থেকে ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়। রায়পুর গ্রামের আরও তিনজনকে পুলিশ গ্রেফতার করে। ঘন ঘন পুলিশের অভিযানে রায়পুর গ্রাম পুরুষশুণ্য হয়ে পড়ে। বিষয়টি নিয়ে চরম উত্তেজনা ও আতংক দেখা দিলে সিলেট মহানগর জামাতের সেক্রেটারী জেনারেল ও হবিগঞ্জ-১ আসনের জামাত মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী নেতৃত্বে, নবীগঞ্জ উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা এক সালিশ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার এবিষয়ে রায়পুর গ্রামে এক সভা অনুষ্ঠিত হয়। পরে উক্ত সালিশি সভায় সিদ্ধান্ত মোতাবেক নবীগঞ্জ উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম আসামিদের নবীগঞ্জ থানায় নিয়ে যান। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি আসামী হস্তান্তর করার বিষয়টি স্বীকার করেন।

এব্যাপারে সিলেট মহানগর জামাতের সেক্রেটারী জেনারেল মোঃ শাহজাহান আলী বলেন, আমি স্থানীয় জামাত বিএনপি নেতাদের নিয়ে বিষয়টি সালিশি প্রক্রিয়ার মাধ্যমে সমঝোতায় আসামি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেনের জানান, তারা শহরের গাজির টেক এলাকা থেকে উক্ত আসামিদের গ্রেফতার করেছেন। আসামি গ্রেফতারে স্থানীয় বিএনপি জামাত নেতারা সহযোগিতা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়