শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলা‌দেশ পা‌বে ৮ কো‌টি ৭৫ লাখ টাকা ◈ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পুশ-ইন,  কুড়িগ্রামে আটক ৫ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-৫ আসন নিকলী - বাজিতপুর আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সুত্রে জানাযায় (২৪ মার্চ) সোমবার ভোর রাত্রে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আফজাল এমপি নির্বাচিত হওয়ার পর নামে বেনামে অবৈধভাবে অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলে। জুলাই বিপ্লবের পর লাপাত্তা হয়ে যান। খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন মেহেরপুরের সাবেক এমপি ফরহাদ হোসেনের শালির বাসায় অবস্থান করে । পরে পুলিশের ভয়ে আফজাল সু কোম্পানির কর্মচারী, মামুনের বাসায় অবস্থান নেয়।

জানা যায় মামুনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে ।মামুন মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা।তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এই এমপির অবস্থান শনাক্ত করে পুলিশ।আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেজবা উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিনিধি কে জানান কিশোরগঞ্জ ৫ নিকলী বাজিতপুরের এমপি আফজাল হোসেনকে তার দোকানের কর্মচারী মামুনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এমপি বর্তমানে সদর থানা হেফাজতে আছেন। ঢাকা ডিএমপির পুলিশ মেহেরপুর আসতেছে ওরা আসলে আমরা তাকে ডিএমপির নিকট হস্তান্তর করবো।

স্থানীয় অনলাইন পত্রিকার প্রতিনিধির সাথে কথা হলে তিনি জানান, সোমবার ভোরের দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল আফজালের । এ জন্য সীমান্তের একটি চক্রকে মোটা অঙ্কের টাকার মাধ্যমে চুক্তি করেছিলেন। কিন্তু পুলিশ এমপির অবস্থান জানতে পেরে তাকে গ্রেফতার করে মেহেরপুর সদর থানার পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়