শিরোনাম
◈ জুলাই সনদের খসড়া মতামতের জন্য রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে ◈ বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু ◈ আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা ◈ সিলেট সদর উপজেলায় যৌথ অভিযানে ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ ◈ এক মাস পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি  ◈ আলোচনায় নীতা আম্বানির ১০০ কোটির গাড়ি, কী আছে এতে? ◈ জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ সব ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে বাংলাদেশে: সেনাপ্রধান (ভিডিও) ◈ নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস ◈ শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে মোটরসাই‌কেল চোরচক্রের এক সদস‌্যকে ধ‌রে পু‌লি‌শে দিল জনতা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালী‌ উপ‌জেলা প‌রিষ‌দের অভ‌্যান্ত‌রে কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে থে‌কে মোটর সাই‌কেল চু‌রি করে নি‌য়ে যাওয়ার সময় মো: ইসমাইল (৩২) না‌মে এক চোর আটক ক‌রে‌ছে জনতা । প‌রে তা‌কে পু‌লি‌শের হা‌তে তু‌লে দি‌লে বাঁশখালী থানা পু‌লি‌শের এসআই(নি:) মো: ইমাম হোসেন চোরাইকৃত মোটর সাইকেল এবং চোরের নিকট হইতে ০১টি ছুরি উদ্ধার করে।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী এবং থানা পু‌লিশ প্রদত্ত সুত্র ম‌তে সোমবার সকা‌লে উপ‌জেলা প‌রিষ‌দের অভ‌্যান্ত‌রে কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে থে‌কে মোটর সাই‌কেল চু‌রি করে নি‌য়ে যাওয়ার সময় মো: ইসমাইল (৩২) না‌মে এক চোর আটক ক‌রে‌ছে জনতা।

আটক মো: ইসমাইল চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউপির দরবেশ কাটা আক্তার পাড়া এহসানের বাড়ী এলাকার মো: নাছির উদ্দিনের পুত্র । এ ঘটনায় বাঁশখালী থানার মামলা নং-২৯(২৪/০৩/২০২৫) ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু  করা হয়। এবং তা‌কে আদালতে সোপর্দ করা হয়েছে চ‌লে ব‌লে
জানান বাঁশখালী ধানার সে‌কেন্ড অ‌ফিসার এসআই কামরুল হাসান কায়‌কোবাদ ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ব‌লেন, পু‌লি‌শের নিয়‌মিত অ‌ভিযা‌নের অংশ হিসা‌বে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে  মোটরসাই‌কেল চোর চ‌ক্রের এক সদস‌্যকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ।
পু‌লি‌শের এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়