শিরোনাম
◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন? ◈ ভারতীয় মিডিয়া যা তা নিউজ করে, ন্যূনতম স্ট্যান্ডার্ড নেই ওদের: শফিকুল আলম (ভিডিও) ◈ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান বিষয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি ◈ শেয়ারবাজার রক্ষার কি কেউ নেই? ◈ সুপেয় পানি ও স্যানিটেশনে ৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক ◈ কমিশন বাড়ানোসহ ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার দাবি মালিকদের

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে মোটরসাই‌কেল চোরচক্রের এক সদস‌্যকে ধ‌রে পু‌লি‌শে দিল জনতা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালী‌ উপ‌জেলা প‌রিষ‌দের অভ‌্যান্ত‌রে কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে থে‌কে মোটর সাই‌কেল চু‌রি করে নি‌য়ে যাওয়ার সময় মো: ইসমাইল (৩২) না‌মে এক চোর আটক ক‌রে‌ছে জনতা । প‌রে তা‌কে পু‌লি‌শের হা‌তে তু‌লে দি‌লে বাঁশখালী থানা পু‌লি‌শের এসআই(নি:) মো: ইমাম হোসেন চোরাইকৃত মোটর সাইকেল এবং চোরের নিকট হইতে ০১টি ছুরি উদ্ধার করে।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী এবং থানা পু‌লিশ প্রদত্ত সুত্র ম‌তে সোমবার সকা‌লে উপ‌জেলা প‌রিষ‌দের অভ‌্যান্ত‌রে কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে থে‌কে মোটর সাই‌কেল চু‌রি করে নি‌য়ে যাওয়ার সময় মো: ইসমাইল (৩২) না‌মে এক চোর আটক ক‌রে‌ছে জনতা।

আটক মো: ইসমাইল চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউপির দরবেশ কাটা আক্তার পাড়া এহসানের বাড়ী এলাকার মো: নাছির উদ্দিনের পুত্র । এ ঘটনায় বাঁশখালী থানার মামলা নং-২৯(২৪/০৩/২০২৫) ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু  করা হয়। এবং তা‌কে আদালতে সোপর্দ করা হয়েছে চ‌লে ব‌লে
জানান বাঁশখালী ধানার সে‌কেন্ড অ‌ফিসার এসআই কামরুল হাসান কায়‌কোবাদ ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ব‌লেন, পু‌লি‌শের নিয়‌মিত অ‌ভিযা‌নের অংশ হিসা‌বে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে  মোটরসাই‌কেল চোর চ‌ক্রের এক সদস‌্যকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ।
পু‌লি‌শের এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়