শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে জলমহাল দখল নিয়ে দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ : বিএনপির কার্যক্রম স্থগিত

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে একটি সরকারি জলমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনায় মহাদান ইউনিয়ন বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেয়া হয়। শনিবার (২২ মার্চ) সকালে উপজেলা বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় হয় বলে জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা বিএনপির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কমিটি এবং সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়। 

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের সরকারি জলমহাল তালতলা দহ দখলসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল এবং সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার উস সাদাত লাঞ্জু গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এ ঘটনায় এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও কয়েকজনকে দল থেকে সাময়িক বহিষ্কার করার ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই গ্রুপের সমর্থদের মধ্যে পূনরায় সংঘর্ষ, হামলা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয় ও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

বিষয়টি নিয়ে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং দলীয় ইমেজ সঙ্কটের সৃষ্টি হলে উপজেলা বিএনপির সিদ্ধান্তে মহাদান ইউনিয়নের সকল কমিটি ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়